ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আমির খসরু।
বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, বুধবার আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ক্ষমতা বলে আমির খসরুকে সদস্য হিসেবে মনোনীত করেন।
আমির খসরু আলফাডাঙ্গা আদর্শ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি রেজিস্টার গোলাম মোস্তফা মোল্লার বড় ছেলে। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা ক্যাটাগরির একজন সদস্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন