ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তাই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। তবে এখনো পানিবন্দি রয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ৪ অক্টোবর প্লাবিত হয় ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলা। এতে দুর্ভোগে পড়েন দুই লক্ষাধিক মানুষ। তলিয়ে যায় বাড়ি ঘর, রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান। তবে এখনো কারো কারো বাড়িতে কোমর পানি, তারা বসবাস করছেন আশ্রয় কেন্দ্রে। সেখানে ভাতের ব্যবস্থা না হওয়ায় শুকনো খাবারেই ভরসা তাদের।
বিডি প্রতিদিন/এএম