রাঙামাটিতে ইউনিয়ন পরিষদের মেম্বারদের (সদস্য) অপসারণ না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটি জেলা শাখা ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। রবিবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাঙামাটি জেলা শাখা ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা।
এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষাসহ নাগরিক সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই। সাধারণ মানুষের সমস্যা ও উন্নয়নে জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্যাঞ্চলের প্রত্যান্ত মানুষের কাছে সেবা পৌঁছে দিতে ইউপি মেম্বাররা কাজ করছে।
অবিলম্বে রাঙামাটিতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান সংগঠনটি।
বিডি প্রতিদিন/হিমেল