জোয়ারের স্রোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে তিনটি জীবিত মহিষ। স্থানীয় এক কৃষক মহিষ তিনটিকে উদ্ধার করেন। মহিষগুলো সমুদ্রে ভাসতে ভাসতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা মহিষগুলো দেখতে পায় ওই কৃষক। স্থানীয়দের ধারণা পূর্ণিমার জোয়ায়ের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ের তোরে পার্শ্ববর্তী সোনারচর, চড় তুফানিয়া বা ফাতরার বন থেকে মহিষ তিনটি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। তবে প্রকৃত মালিক পেলে মহিষ তিনটিকে ফেরত দিবেন বলে আশ্বাস দিয়েছেন কৃষক বাবুল আকন। তিনি বলেন, মহিষের শিংয়ে রং মাখা রয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি এবং ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বর্তমানে বাবুল আকন নামে এক কৃষককে মহিষগুলি পালন করার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। প্রকৃত মালিক পেলে মহিষ তিনটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা