বগুড়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই মোবাশ্বের হোসেন (১২) খুন হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বের ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই নাবিল হোসেন (১৯) কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাবিল হোসেন একই গ্রামের সেলিম হোসেনের ছেলে। সম্পর্কে তারা চাচাতো জ্যাঠাতো ভাই।
জানা যায়, মোবাশ্বের হোসেনের হার্টে ফুটো থাকায় কয়েকদিন আগে অপারেশন করে বাড়িতে আনা হয়। এ কারণে সে বাড়ি থেকে বের হতো না। সোমবার সে বিছানায় শুয়ে তার চাচাতো ভাইয়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল। না বলে ফোন নেয়ার কারণে নাবিল হোসেন মোবাশ্বেরকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে। স্থানীয় লোকজন নাবিলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, মোবাশ্বের নামের এক ছাত্রকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই নাবিল হোসেনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ