বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে কলেজটির শিক্ষক-কর্মচারীরা এই কর্মসূচি পালন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রহুল আমিন, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী সরকার, আশরাফুন্নেসা, কর্মচারী জামাল উদ্দিন, আব্দুর রশিদ ও আবু হাসান ।
বক্তারা বলেন, গত ৭ অক্টোবর ৪০ থেকে ৫০জন সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজের মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সেইসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কৃষি প্রদর্শককে উদ্দেশ্যে করে গালাগালি করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও ওইসব সন্ত্রাসীরা গ্রেফতার হননি। এছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই উপজেলায় পেশাজীবীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলেজের কৃষি প্রদর্শক মাহবুবার রহমান। এ কারণে ফ্যাসিস্টদের দোসররা তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমসহ নিয়ম-কানুনে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। তাই এই চক্রটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, তার প্রতিষ্ঠানে শুধু ছাত্রীরা লেখাপড়া করেন। অথচ আন্দোলনের নামে বহিরাগত সন্ত্রাসীরা এসে কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি কেএম মাহবুবার রহমান হারেজ বলেন, অভিযোগ ওঠার পরই কৃষি প্রদর্শক মাহবুবকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অচিরেই ওই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবেন। এমন পরিস্থিতিতে পতিত স্বৈরাচারের দোসরা কলেজে হামলা-ভাঙচুর চালিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা