ময়মনসিংহের ফুলপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মিলনকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। বুধবার বেলা দেড়টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফুলপুর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগ ছাড়াও আগের আরেকটি মামলা রয়েছে। এ বিষয়ে ওসি আব্দুল হাদি বলেন, তাকে আটক করার পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল