চুয়াডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৩ হাজার ২৭০ জন কৃষককে ৪৩ লাখ ৭১ হাজার ৭১০ টাকার প্রণোদনা প্রদান করা হয়।
প্রণোদনার আওতায় এক হাজার কেজি গম বীজ, পাঁচ হাজার ৪০০ কেজি ভুট্টা বীজ, ২৭০ কেজি সরিষা বীজ, ৩০ কেজি পেঁয়াজ বীজ, ২৫০ কেজি মশুর বীজ, ২৫০ কেজি মুগ বীজ ও ২৪০ কেজি অড়হড় বীজ বিতরণ করা হয়। একই সাথে ৫৯ হাজার ১০০ কেজি ডিএপি ও ৩১ হাজার ৬০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিভাগের উপ-পরিচালক কৃষ্ণ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ।
বিডি প্রতিদিন/জামশেদ