ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করার সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দুই ছিনতাইকারী। এসময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার আল মামুন (৪৪) ও খাইরুল ইসলাম (৪২)। আটক দুইজনকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। রবিবার (৩নভেম্বর) এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার।
এর আগে শনিবার রাতে নাইটকোচ চলাকালে নেত্রকোনায় সেন্টমার্টিন পরিবহনের নাইট কোচের একটি বাসে এ ঘটনা ঘটে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামি সেন্টমার্টিন পরিবহনের নাইটকোচের একটি বাসে দুইজন সন্ত্রাসী ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাই করার জন্য যাত্রীদের চেকিং শুরু করে। এ সময় রাস্তায় যানজট দেখে নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থালে এগিয়ে যায়। পরে সেনাবাহিনী দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী।
নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার আরও জানান, আটককৃত সন্ত্রাসীসহ অবৈধ মোটরসাইকেল নেত্রকোনা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার নিরাপত্তা জোরদারকরণে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আশিক