গাজীপুর জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক নাফিসা আরেফীন রবিবার দুপুরে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা জামায়াতের নায়েবে আমির শেফাউল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রাসেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী কমিশনার অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল আমিন, কাপাসিয়া থানার ওসি মোঃ কামাল হোসেন।
বিডি প্রতিদিন/এএম