ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফেনী জেলা জামায়াতের আমির পদে মাওলানা মুফতি আবদুল হান্নানকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম। শহরের আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে সদ্য বিদায়ী ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামছুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জামায়াত নেতা এটিএম মাছুম বলেন, সারা দেশে জামায়াতে ইসলামীর রুকন ভাই-বোনদের ভোটে নির্বাচিত জেলা আমীরদের নাম ঘোষণা করেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এরপর জেলায় জেলায় রুকন সম্মেলনের আয়োজন করে নতুন আমীরদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে।
এসময় তিনি বলেন, শেখ মুজিবের আমল ছিল চোরের স্বর্গরাজ্য আর তার মেয়ে শেখ হাসিনার আমল ছিল ডাকাতের স্বর্গরাজ্য। বিগত ১৬ বছরে স্বৈরাচারী হাসিনা গোটা দেশকে ডাকাতের অভয়ারণ্য করে রেখেছিলেন। নিরপরাধ ব্যক্তিদের হত্যা, নির্যাতন, গুম, ফাঁসি দিয়ে পুরো দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিলো হাসিনা।
বিডিপ্রতিদিন/কবিরুল