কক্সবাজারের কুতুবদিয়ায় পন্যের মূল্য তালিকা না থাকায় বিভিন্ন দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার ধুরুং বাজারের মুদির দোকান, সবজির দোকান, ডিমের দোকান, মাংসের দোকান, মাছের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও সহকারী কমিশনার ভুমি শাহাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরমান হোসেনসহ নৌবাহিনীর একটি টিম।
বিডি প্রতিদিন/হিমেল