ময়মনসিংহের ভালুকায় বিএনপির উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করে দলটি।
এতে উপজেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ রুহুল আমিন মাসুদ। উপজেলা বিএনপির সদস্য মো. শহীদুল্লাহ মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আমিনুল হক খান বাসান, অ্যাডভোকেট অন্তর, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম মণ্ডল, সদস্য সচিব শেখ ফরিদ মানিক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, বানিছুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়েস, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল আহমেদ বকুল, তাজুল ইসলাম আকন্দ, যুবদল নেতা সোহাগ ফকির, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনা এবং ইউনিয়ন বিএনপির যেসব নেতাকর্মী মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল