রংপুরের পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন কুমার দে (৪০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে রংপুর থেকে পীরগঞ্জে আসার পথে রংপুর মহানগরীর উত্তম হাজির হাট পূর্বপাড়ার রাজেন্দ্র কুমারের ছেলে ওই দুর্ঘটনায় মারা যান।
প্রত্যক্ষদর্শী জানান, রংপুর থেকে বগুড়াগামী একটি বাস পীরগঞ্জের জামতলা নামক স্থানে পৌছুলে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়দরগাহ্ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, অসাবধানতা বশত রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, নিহত ব্যক্তির পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম