বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের মতো ফেনীতে ২টি কেন্দ্রে জাতীয় মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রশিদ আহমদ শাহীনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক অধ্যাপক মাওলানা লিয়াকত আলী ভূইয়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা মুফতি ফারুক আহমাদ, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফকিহ ও এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা মুফতি আব্দুল হান্নান, এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস, শাহীন একাডেমির উপাধ্যক্ষ মো: জসিম উদ্দীন, সাংবাদিক একেএম আব্দুর রহিম।
পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মাওলানা আরফান উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা নাজমুল আহসান, মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল।
ফেনী জেলা শহরে আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা ও শাহীন একাডেমি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল