চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক আলমগীর নিহত হয়েছে।আজ এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো ৫ জন।
বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া।
তিনি জানান, জমি-জমা বিষয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর নামের একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় ৫ জন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আলমগীর (৩৮)।
বিডি প্রতিদিন/হিমেল