জমি-জমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় মো. লাল মিয়া হাওলাদার (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিমে) তাকে ভর্তি করা হয়েছে।
শুক্রবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত লাল মিয়া হাওলাদার গোপালদী গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে।
পুলিশ, স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, লাল মিয়ার সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের জমিজমা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকাল ৮টার দিকে গরু ক্ষেতে ধান গাছ খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে জাহাঙ্গীর ও তার দুই ছেলে রাকিব ও রাহাতসহ চার-পাচজন লাল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে লাল মিয়ার দুই পায়ের গোড়ালির রগ কেটে যায় এবং পায়ের বিভিন্ন স্থানে জখম হয়।
পরে স্থানীয়রা লাল মিয়াকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।
লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রুবেল সাংবাদিকদের জানান, তাদের সাথে জমিজমার সমস্যা অনেক আগেই সমাধান হয়ে গেছে। জাহাঙ্গীর মাতুব্বর ও তার দুই ছেলে আমার বাবাকে একা পেয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। বাবা সুস্থ হলে আইনের আশ্রয় নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, জমি-জমা নিয়ে একই বাড়ির লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়ে বরিশাল শেবাচিমে ভর্তি আছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই