পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন। প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন সফল করতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রচারণামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।
‘এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে’ এ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পুনর্মিলনী সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।
১৯২৮ সালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০২৮ সালে এ বিদ্যালয় একশ বছর পূর্ণ করবে। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা এ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বরকে সামনে রেখে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে।
বিডি প্রতিদিন/জামশেদ