ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার বিকাল ৩টার দিকে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ম ম সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় মামলা রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে নাম রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। এ মামলায় ১১ নং আসামি আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা।
বিডি প্রতিদিন/এএ