কুড়িগ্রামের শহরের পাশে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নাজিরা পচার মসজিদ এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় শামসুল (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা নিহতের বড় ভাই কাশেম (৪০) গুরুতর আহত হন। আহতকে জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার সকাল দশটার দিকে ঢাকা থেকে ফিরে আসা চিলমারীগামী একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ পার হয়ে যাওয়ার সময় বাসের নীচে চাপা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক।এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের সাথে থাকা তার বড় ভাই গুরুতর আহত হন।পরে তাকে সদরের জেনারেল হাসপাতালের চিকিৎসার জন্য নেয়া হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম