কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে চিলমারী সরকারি কলেজ মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চিলমারী উপজেলা শাখার ছাত্রদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্ররা ছাত্রলীগকে হুঁশিয়ারি করে স্লোগান দিতে থাকে। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান শান্ত ও সমন্বয়ক সাব্বির হোসেনসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এএ