নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সড়কটি অবরোধ করে বিক্ষোভ করা হয়।
এদিকে, শ্রমিকদের অবরোধের কারণে পঞ্চবটি-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মুন্সীগঞ্জ থেকে এ রুট দিয়ে ঢাকায় যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি, শিল্প ও থানা পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে, বিক্ষোভরত শ্রমিকরা সকালে পাশের বিসিক শিল্পাঞ্চলে ঢুকে বেশ কয়েকটি গার্মেন্টস ভাঙচুর করলে নিরাপত্তার কারণে বিসিক শিল্পাঞ্চলের সব গার্মেন্টস দুপুরের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়।
শ্রমিকদের সাথে বলে জানা যায়, নরসিংদীর আওয়ামী লীগ নেতা আসলাম সানির মালিকানাধীন দুটি তৈরি পোশাক কারখানা রয়েছে। গত বছর থেকেই প্রতিষ্ঠানটির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রায়ই বিক্ষোভ করছে।
বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা রয়েছে। তবে সব কারখানায় কাজ নেই। বিসিকের বাইরের একটি গার্মেন্টস শ্রমিক অসন্তোষের কারণে বিসিকের অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দিয়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, দীর্ঘদিন যাবত শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, সকালে শ্রমিকরা বিক্ষোভ করলেও বিকেলে সড়ক থেকে সরে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।
বিডি প্রতিদিন/এমআই