নড়াইলের নড়াগাতী থানার পাকুড়িয়া গ্রামে হামিদা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হামিদা ওই গ্রামের শাহানুর শেখের মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধান ক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল হামিদা। সন্ধ্যায় বাড়ির উত্তর পাশে ধান ক্ষেতে কচুরিপানা দিয়ে ঢাকা ও হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
বিডি প্রতিদিন/এমআই