নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মো. ইউনুস আলী ওরফে এরশাদ (৪০) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মো. ইউনুস আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়।
এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রামে হামলার শিকার হন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খুনের বিষয়টি শুনেছি। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন