‘ইসকন’কে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ফেনীর সাধারণ মুসল্লীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মুসল্লীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ দাবি জানান।
বক্তারা বলেন, ইসকন জঙ্গি সংগঠন, সরাসরি আওয়ামী লীগ ও ভারতের এজেন্ডা বাস্তবায়নে দেশজুড়ে বিশৃঙ্খলা করছে। আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তাঁরা।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামি আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন অংশগ্রহণ করেন। এসময় শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কঠোর অবস্থানে দেখা যায়।
এদিকে বিকালে ফেনী শহরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিল করে শতাধিক সনাতনী।
বিডি প্রতিদিন/আশিক