ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এনজিও ফাউন্ডেশন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর।
ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’র প্রতিষ্ঠাতা মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এনজিও ফাউন্ডেশনের কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন
বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফএ)’র নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির। অন্যদের মাঝে বক্তব্য রাখেন আমরা কাজ করি (একেকে)’র পরিচালক এম এ জলিল, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)’র পরিচালক কাজী আশরাফুল হাসান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, ব্লাস্টের কো-অডিনেটর এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী প্রমুখ। সভায় বিভিন্ন এনজিও প্রধান, সুবিধাভোগী ব্যক্তি ছাড়া সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক