নেত্রকোনায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়) নাম পরিবর্তন করে হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রহ:) বিশ্ববিদ্যালয় নামে নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে প্রধান সড়কে নেত্রকোনাবাসীর ব্যানারে মানববন্ধনে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের অর্ধশতাধিক মানুষ অংশ নেন। এর আগে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ নামকরণ চেয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ও নামফলক টানিয়া দেয়া হয়। যেটি প্রস্তবিত আকারে কতৃপক্ষের নিকট প্রক্রিয়াধীন। এতে জেলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে স্মারকলিপি ও প্রস্তাবনাটি প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের রাজুরবাজার এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। টিটিসি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাবর্ষ শুরু হয়।
এদিকে জেলাবাসী জানান, বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ করা হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে। বিশ্ববিদ্যালয় জেলার নামে হলেই দেশ ছেড়েও আন্তর্জাতিকভাবে জেলাকে প্রতিনিধিত্ব করবে।
মিশন হাসপাতালের পরিচালক আল আমিন জানান, নেত্রকোনা নামে বিশ্ববিদ্যারয়টি স্থাপিত হতে পারে। কারণ জেলায় অসংখ্য গুণী মানুষ রয়েছেন। একে একে সবার নাম রাখার দাবি আসলে বিষিয়টি হয়তো কঠিন হয়ে যাবে। তাই নেত্রকোনা নামে রেখে প্রতিটি হলের নামকরণ করা যেতে পারে স্থান বা ব্যক্তিবর্গের নামে।
বিডি প্রতিদিন/জামশেদ