নেত্রকোনার পূর্বধলায় একটি বিস্ফোরক আইনে মামলায় উপজেলার ধলামূলাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ানুর রহমান রনিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মামলার পরপরই রবিবার রাতে গ্রেফতারের পর সোমবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৪ আগস্ট ধলামূলগাঁও ইউনিয়নের ছাত্র-জনতা ও বি.এন.পির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা মিছিল করে। বৈষম্যবিরোধীছাত্র-জনতার আন্দোলনের ওই মিছিলটি পূর্বধলার দিকে আসার পথে সালতি বাজারে একত্রিত হয়। এসময় ঘাগড়াপাড়া গ্রামের ব্রীজ ও তৎসংলগ্ন রাস্তায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০-৬০ জন সংঘবদ্ধ হয়ে দা, রামদা, হকিস্টিক, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্রাদিতে সজ্জিত হয়ে ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়। কাটা রাইফেল দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় প্রায় চার মাসের পর রবিবার (১ ডিসেম্বর) দুপুরে কন্দর্প বাঁশাটি এলাকার বাসিন্দা মো. সাদেক মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে আটক করে মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম