কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪টি ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা ও একটি অবৈধ ইটভাটা আংশিক গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারুলিয়া ও আমকাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের শুরুতেই এ এস এম ইট ভাটায় অভিযানে গেলে ইট ভাটার মালিক ও শ্রমিকদের বাধার সম্মুখীন হন ভ্রাম্যমান আদালত। বাধার কারণে শেষ পর্যন্ত মাত্র চারটি ইটভাটার প্রত্যেককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দেড় লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এর আগে এএসএম ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাটি আংশিক গুড়িয়ে দেওয়া হয়। দিনব্যাপী অভিযান পরিচালনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে অভিযান গুটিয়ে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চলে আসেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাবিবুল বাসার জানান, কুষ্টিয়া জেলায় মোট ১৭০টি ইটভাটা রয়েছে যার মধ্যে মাত্র ১৫টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। তিনি আরো জানান, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান রাখা হবে।
বিডি প্রতিদিন/এএম