ভারতের বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার বন্ধের দাবি তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
খেলাফত যুব আন্দোলনের আয়োজনে বুধবার ১১ টায় শহরের বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন বড়া বাজার মসজিদ ও শতবর্ষী পুরোনো মন্দিরের মাঝের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
জেলা খেলাফত যুব আন্দোলনের আহ্বায়ক মাওলানা আতাউল্লাহ সাদীর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, মাওলানা খাইরুল বাশার, হেফাজত নেতা মাওলানা আবদুল বারী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মাওলানা দিলোয়ার হোসাইন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু সাহা, মাওলানা রিয়াদ তালুকদার, মাওলানা হযরত আলী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মুসা, মাওলানা সোলাইমান হাকিম নুরী, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, ব্লগে নেত্রকোনায় সনাতনীদের উপর হামলা নামীয় শিরোনাম দিয়ে গুজব ছড়ানো বন্ধের দাবি জানান।
তারা বলেন, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া যাবে না। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ধর্ম-বর্ণ ভেদাভেদ নেই। এখানে যা হয়নি তা ভারতীয় গণমাধ্যমসহ ব্লগাররা বলে যাচ্ছে, এটির বন্ধের দাবি জানান। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
বিডি প্রতিদিন/হিমেল