টাঙ্গাইরের সখীপুরে বন মামলায় জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরুজ্জমানকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমীন। তিনি বলেন, মনিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বন বিভাগ কারো চাপে বা প্রভাবিত হয়ে তার নামে মিথ্যা মামলা করেছে। আমরা এ মিথ্যা মামলার প্রতিবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মনির হোসেন, সাবেক আমির ফজলুল হক হায়দার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ