মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাধন ঢালী (১৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার(৪ ডিসেম্বর) উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামের ঢালী বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বাধন ঢালী ওই ইউনিয়ন ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং বলই গ্রামের বাচ্চু ঢালীর ছেলে। তার পরিবারের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদরের মামলায় ছাত্রলীগ নেতা বাধন ঢালীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/নাজিম