ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার আছরের নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিছিলটি বাজার স্টেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলার সেক্রেটারি হাফেজ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া ও যুব আন্দোলনের সেক্রেটারি আলামিন হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এছাড়াও বক্তারা গণহত্যা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের দায়ে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দণ্ড দাবি করেন।
বিডি প্রতিদিন/একেএ