নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব তাজুল ইসলাম শামীমকে গ্রেফতারের প্রতিবাদে শহরের প্রধান অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকেরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শহরের মন্ডলপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক-কাভার্ডভ্যান রেখে অবরোধ করেন তারা।
এ সময় শহরের প্রধান সড়কসহ আশেপাশের কয়েকটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সেই সঙ্গে শহরের পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে মালামাল লোড-আনলোড বন্ধ হয়ে যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নিতাইগঞ্জে মালামাল কিনতে আসা ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।
পরবর্তীতে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেফতারকৃতের ব্যাপারে সুষ্ঠু তদন্ত এবং যদি তিনি নির্দোষ হন তাহলে তার বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
নারায়ণগঞ্জ ট্রাকচালক ও মালিক সমিতির আহ্বায়ক সুজন মিয়া বলেন, ট্রাকচালক ও শ্রমিক ইউনিয়নের নেতাকে এভাবে ধরে নিয়ে হেনস্থা করা ঠিক হয়নি। কোনও রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে তাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। অবিলম্বে শামীমের মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহম্মেদ বলেন, পুলিশ সুপার তাদের এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে শামীমকে হত্যা মামলায় গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবুল হোসেন মিজি হত্যা মামলার ৬৭ নম্বর আসামি শামীম। তাকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/একেএ