বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম ইজতেমা ময়দানে জুম্মার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। আজ শুক্রবার সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম ইজতেমার জুম্মার নামাজের ঈমামতি করেন আরব জামাতের মুরব্বি মাওলানা শাহাব উদ্দিন সাহেব।
ইজতেমার আয়োজক কমিটির সূরা সদস্য হুমায়ন কবির জানান, ঢাকার কাকরাইল মসজিদের তত্বাবধায়নে গত বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ৪৯তম সরুগ্রাম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় থাইল্যান্ড, সৌদি আরব, মরোক্ক ও আরবের আরো কয়েকটি জামাত এবং দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিগণ তিনদিন ময়দানে অবস্থান করে আল্লাহর ইবাদত বন্দেগী এবং দেশি-বিদেশি বক্তার বয়ান শুনছেন।
গতকাল শুক্রবার বাদ ফজর কাকরাইল মসজিদের মুরুব্বি হযরত মাওলানা মুফতি জিয়া কাছেমি সাহেব, বাদ জুম্মা হযরত মাওলানা শামছুদ্দিন সাহেব, বাদ আসর কাকরাইল মসজিদের মুরুব্বি মো: ছোরওয়ারদি সাহেব ও বাদ মাগরিব হয়রত মাওলানা মোঃ শামছুদ্দিন সাহেব হাদিস ও কুরআন এর আলোকে ধর্মীয় বয়ান করেন। শনিবার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি হযরত মাওলানা মোঃ শামছুদ্দিন সাহেব।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমার কার্যক্রম চলছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিয়োজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল