গণতন্ত্র উত্তরণে বাংলাদেশ ১৯৯০-২০২৪ ও দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা শীর্ষক এক আলোচনা সভা শুক্রবার বিকেলে গাজীপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাগ্রত নব্বই, গাজীপুরের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, বিএনপি এখনো রাজপথ ছেড়ে যায়নি। দেশে সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত, ভোটের মাধ্যমে এ দেশে সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে এখনো আছি এবং থাকবো। তিনি বলেন, এদেশের জনগণ যদি বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সর্বদলীয় ছাত্রঐক্য-৯০ এর সদস্য সচিব সাবেক ভিপি আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। বিএনপি নেতা জসিম ভাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ৯০ এর ছাত্রনেতা সাখাওয়াৎ হোসেন সবুজ, সরাফত হোসেন, জাসাস নেতা সৈয়দ হাসান সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম