নিউমোনিয়া ও কম জন্ম ওজনের শিশুদের জীবনহাণী প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা ইসলমিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক রেজ্জাকুল হায়দার,ডেপুটি সিভিল সার্জন ডা.আ. ন. ম. মোহাইমেন রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের ৫০ জনেরও অধিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও চিকিৎসকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল