সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, মাদক, বাল্যবিবাহ, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ভূমিকা শীর্ষক এক জেলা ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ইসলমিক ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: সাইফুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় ইসলামিক ফাউন্ডেশনের কুড়িগ্রাম উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক রেজ্জাকুল হায়দার,অতিরিক্ত পুলিশ সুপার মো:রুহুল আমিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন । এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা মডেল মসজিদের ১২০ জন ইমাম অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম