বরিশালের মুলাদীতে পানি সেচের ইঞ্জিনচালিত টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ওসি জহিরুল আলম জানিয়েছেন।
নিহতরা হলো- হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৩৫) ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাষ্টারের ছেলে কামাল হোসেন (৩১)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ভাড়ায়চালিত মোটর সাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌছুলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়েছে। তবে টমটমটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম