ঝিনাইদহ সদরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রিফাত হোসেন নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বেড়াশুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন ওই গ্রামের ওয়াসিম আকরামের ছেলে। সে বেড়াশুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের মাঠে খেলা করছিল রিফাত। সেসময় রাস্তা দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। রিফাত তখন ট্রাক্টরের পেছনে ওঠে। এক পর্যায়ে ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
বিডি প্রতিদিন/এএম