কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। রবিবার বিকেল ৬ টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান সড়ক স্থানে ১৫ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আরিফুল ইসলামের পুত্র হামিদুর রহমান, একই ইউনিয়নের শাহাবুদ্দিনের পুত্র হাসনাত কৈয়ারবিল ইউনিয়নের মোরশেদের পুত্র আশরাফ ও আকলিমা বেগম এবং আব্দুর রহিমের স্ত্রী মাসুদা বেগম।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মলমচর থেকে আসা একটি মোটরসাইকেল আজম সড়কে উঠতেই ধূরুং বাজার মুখি মাহিন্দ্রা গাড়ী এবং ১৫ মিনিট ব্যবধানে একই স্থানে বিপরীত মুখি দুটি টমটম গাড়ির সংঘর্ষ হয়। এতে শিশু হামিদুর রহমান, হাসনাত, আশরাফ, আকলিমা বেগম ও মাসুদা বেগম আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চারজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।
বিডি প্রতিদিন/হিমেল