‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, দুদক, সনাক-টিআইবি যৌথভাবে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন জামালপুর জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহার সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, টিআইবির এরিয়া কো-অডিনেটর আরিফ হোসেন, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশ হবে সকল দুর্নীতি থেকে মুক্ত।
বিডি প্রতিদিন/এএম