গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি পালন করে।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে আজ সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখানে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির। পরে প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মো. মশিউর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সবাইকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ