আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে বরিশাল জেলার পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ও সনদ দেয়া হয়েছে। সোমবার বরিশাল সার্কিট হাউজে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেয়া হয়।
বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদ, ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি।
অনুষ্ঠানে অর্থনৈতিক ক্যাটেগরিতে নুসরাত জাহান, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. শাবনাজ পারভিন, সফল জননী রাজিয়া বেগম, নির্যাতন উপেক্ষা করে নতুন উদ্যমে জীবন শুরু করা রিফা খানম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উম্মে সুমাইয়াকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
এর আগে দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়।
বিডি প্রতিদিন/হিমেল