‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে।
সোমবার দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।
শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের সুমাইয়া আক্তার সুমি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের পপি বিশ্বাস, সফল জননী সদর উপজেলার আমুড়িয়া গ্রামের আছিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মহম্মদপুর উপজেলার মহম্মদপুর গ্রামের বিলকিস সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য সদর উপজেলার আদর্শ কলেজ পাড়া এলাকার ডালিফা ইয়াসমিন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে =অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্বাশতী শীল জয়িতাদের মধ্যে সনদ তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, ওয়ান স্টাফ ক্রাইসিস সেলের (ওসিসি) কর্মকর্তা লাবনী রায়, রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।
এর আগে মাগুরা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও ওসিসি’র সহযোগিতায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/এমএস