বাংলাদেশ কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহীদ স্মৃতি স্তম্ভের সামনে থেকে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। জেলা কৃষক দলের আয়োজনে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, জেলা কৃষক দলের সহ সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর ররহমান পাভেল, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আসাদসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল