গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটের ব্লকের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালাসীঘাটের পাকারমাথা (বটতলা) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মিয়া, ব্যবসায়ী আনিছুর রহমান, রেজাউল ইসলাম, লালন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে জানমাল রক্ষায় বাঁধ নির্মাণ করেছে। অথচ সেখান থেকেই বালু উত্তোলন করছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের অবহেলার কারণে দিনের পর দিন অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অভিলম্বে নদীভাঙ্গন কবলিত এই এলাকা থেকে বালু উত্তোলন দ্রুত সময়ের মধ্যে বন্ধ করার জোর দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমএস