মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্সীগঞ্জ সদর থানার মামলায় তাদের গ্রেফতার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, যশলং মহিলা লীগের সভানেত্রী সাহিদা বেগম ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন শিকদার।
এর মধ্যে রফিকুল ইসলাম ও সাহিদা বেগমকে মঙ্গলবার রাত ৩ টার দিকে গ্রেফতার করা হয়। অপরদিকে স্বপন শিকদারকে বুধবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এমএস