যশোরের মণিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল ইসলাম উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলী ছেলে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, মরদেহের গলায় ও থুতনিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, প্রায় সবগুলো দাঁত ভেঙে গেছে। মরদেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, জহুরুল ইসলাম মণিরামপুরের কোনাকোলা বাজারে দীর্ঘদিন ধরে পাইপের ব্যবসা করছেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন রাতে বাড়ি ফিরতেন। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকালে জানতে পারেন চিনাটোলা-কোনাকোলা সড়কে তার ভাইয়ের মরদেহ পরে আছে।
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমএস