মেহেরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নটায় মেহেরপুর জেলা প্রশাসক কার্যলয় চত্বরের গণকবরে নির্মিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর মেহেরপুর বিএনপি, উপজেলা প্রশাসনসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন শহীদ স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এএ